মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান

প্রকাশিত:বুধবার, ১৩ সেপ্টে ২০২৩ ০৮:০৯

মারা গেলেন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান

চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অচেতন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ।

চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা গণমাধ্যমকে বলেন, আজ দুপুরে সোহান ভাই ঘুমিয়ে ছিলেন। বিকালে তাকে ডাকতে গেলে দেখা যায় যে, তিনি উঠছেন না। এরপর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া স্ট্রোকে মারা যান। তিনি হয়তো স্ত্রী বিয়োগ মেনে নিতে পারেননি বলে মন্তব্য করেন অপূর্ব রানা।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন সোহান। পরবর্তীতে শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন।

১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে সোহানের। তবে ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা নির্মাণ করে সফলতার মুখ দেখেন তিনি। এটি বলিউডের ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার রিমেক ছিল।

সোহানুর রহমান সোহান নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’ (১৯৯৭), ‘মা যখন বিচারক’ (১৯৯৮), ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯), ‘কিলার’ (২০০০), ‘সত্যের বিজয়’ (২০০৩), ‘স্বামী ছিনতাই’ (২০০৪), ‘আমার জান আমার প্রাণ’ (২০০৮), ‘কোটি টাকার প্রেম’ (২০১১), ‘লোভে পাপ পাপে মৃত্যু’ (২০১৪), ‘জেদী’ (২০২২) প্রভৃতি।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা দুবার মহাসচিব এবং দু‘বার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।