২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ১৩ সেপ্টে ২০২৩ ১০:০৯
সুরমাভিউ:- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে মনোনীত হওয়ায় ছাতক-দোয়ারাবাজার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শামীম আহমদ চৌধুরীকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত শামীম আহমদ চৌধুরী দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রিয় ও জেলার সভাপতি-সাধারন সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে। দেশের চলমান উন্নয়ন তরান্বিত হবে। এদেশের মানুষ হবে কাংখিত স্মাট বাংলাদেশের গর্বিত নাগরিক। তাই দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ছাতক-দোয়ারার মানুষের কাংখিত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। বঞ্চিত ছাতক-দোয়ারার মানুষের ভাগ্যোন্নয়নে পরিবর্তনের কোন বিকল্প নেই।
এর আগে সকালে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ছাতক-দোয়ারার বিভিন্ন অঞ্চল থেকে মোটর সাইকেল নিয়ে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। এক পর্যায়ে মোটরসাইকেল ও নেতাকর্মীদের পদচারনায় মুখোরিত হয়ে উঠে গোঠা ষ্টেডিয়াম। জেলা কমিটিতে গুরুত্বপূর্ন স্থান পাওয়া শামীম আহমদ চৌধুরীকে বরণ করতে দেড় সহশ্রাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। রাজধানী ঢাকা থেকে নিজ এলাকা ছাতকে আসার পথে গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ এলাকায় নেতা-কর্মীদের ভালোবাসায় সংবর্ধিত হন শামীম আহমদ চৌধুরী। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে আসা হয় ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে।
দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা রেজা মিয়া তালুকদার, প্রনয় কুমার আচার্য্য মুন্না, এবাদুল হক এমাদ, আফিক আলী, ডাঃ রেদওয়ানুল হক আরজু, আব্দুল মমিন, নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম রফিক, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আর্মি, হাবিবুর রহমান শেখচান, শফিকুল ইসলাম রতন, ডাঃ আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল মজিদ, রুহুল আমিন তালুকদার, দেওয়ান আবুল কালাম মাস্টার, ফারুক আহমদ চৌধুরী, সুন্দর আলী বুলবুল, কবির আহমদ, হাজী জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, সামছুল হক, ইউপি সদস্য আব্দুল জলিল শামীম, আজাদ মিয়া, রায়হানুল হাসান রবিন, শ্রমিককলীগ নেতা স্বপন তরফদার, হাজী জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আ ন ম আব্দুল হাই, সাবাজ আলী, সিকন্দর আলী, আব্দুল মমিন, রইছ আলী, মনোয়ার আলী মনর, আজমান আলী, দিলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক প্রিয়তুষ দে চন্ডি, যুবলীগ নেতা কবির আহমদ, হোসেন মিয়া, সেলিম মিয়া, জাহাঙ্গির হোসেন, ফজলে রাব্বী জনি, মিসবাহ আহমদ মিছাক, আব্দুল কাদির তালুকদার, এখলাছ মিয়া, সোহাগ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাজল, মামুন মিয়া, ফজলে রাব্বী জনি, জামায়েল আহমদ ফরহাদ, জাহাঙ্গির হোসেন, সোহাগ আহমদ, জুবায়ের আহমদ, সুজন মিয়া, ইউসূফ মিয়া, ছাত্রলীগ নেতা ফাইম আহমদ রুকন, আতাউল সানি, হুমায়ূন কবির রুবেল, রুবেল তালুকদার জনি, শাহ আলম বাছিত, রুবেল আহমদ, জাকির হোসেন, আল আমিন, ইকবাল হোসেন, সাজ্জাদ আহমদ, হাফিজুর রহমান, জাকির হোসেন, রফিকুল ইসলাম রুহেল, রানা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Helpline - +88 01719305766