২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বুধবার, ১৩ সেপ্টে ২০২৩ ০৭:০৯
আনোয়ার হোসাইন:- সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টের অব্যবস্থাপনায় দীর্ঘদিন থেকে জনমনে অসন্তুষ্টি বিরাজ করছে।
অনটেস্ট সিএনজি, টমটম, বিআরটিসি বাস, সাদা পাথর বাস দায়সারা ভাবে দখল করে এয়ারপোর্ট ভিআইপি রোডকে জিম্মি করে রেখেছে। অপরদিকে, রাস্তার দুই ধারে অসংখ্য সবজি তরকারি ওয়ালা, ফল বিক্রেতা বিভিন্ন টং দোকানের চা,পান সিগারেটের দোকান, ঠেলাওয়ালারা দখল করে রেখেছে দুই ধারের ফুটপাত। এই এলাকায় চলাচলকারী টুরিস্ট, স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রী, সাধারণ পথচারী কেউই ফুটপাত দিয়ে চলার কোন অবস্থা নেই। এই রোড দিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ক্রিকেট স্টেডিয়াম, বঙ্গবন্ধু আইটি পার্ক, সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ৩ উপজেলার মানুষের যোগাযোগ। সাদা পাথর, রাতারগুল সুয়াম ফরেস্ট, বিছনাকান্দি শহরের সাথে অবস্থিত মালনীচড়া চা বাগান,মেইন পয়েন্টের সাথে আম্বরখানা কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আম্বখানা গার্লস স্কুল এন্ড কলেজ। আম্বরখানা মসজিদ পয়েন্টেই অবস্থিত। এই রোডেই রয়েছে আম্বরখানা পুলিশ ফাঁড়ি।
এমতাবস্থায় ভিআইপি এই রোড এবং এখানে জনসাধারণের চলাচলের ফুটপাত যে রকম পরিস্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হওয়া প্রয়োজন! এখানে এ সবের তেমন কিছুই নেই। জনদূর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ, আম্বরখানা পুলিশ ফাঁড়ি, কোন কাউন্সিলর বা বাজার ব্যবসায়ী কমিটি কেউই কোন উদ্যাগ নিচ্ছেন না। এমন অভিযোগ ভুক্তভোগী জনসাধারণের।
মনসুর আহমেদ চৌধুরী বলেন, ট্রাফিক জ্যামের কারণে এই রাস্তায় ও পয়েন্টে জ্যাম লাগে থাকে। জাবেদ আহমেদ তরুন এখান থেকে অবৈধ সিএনজি স্টেন্ড উচ্ছেদের দাবী জানান। আমিনুর রশীদ চৌধুরী বলেন, অনেক আগে বলেছি, আম্বরখানার সব ব্যবসায়ী একদিন সব দোকান বন্ধ করে ফুটপাত মুক্ত করতে মাঠে নামতে হবে। বলতে হবে, ফুটপাত মুক্ত না হলে আমরা দোকান খুলবো না।
গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ সভাপতি এমাদ আহমেদ এলোয়ার জানান, হোটেল পলাশের সামনে এসেই অনটেস্ট অনেক সিএনজি অটো রিক্সা রং সাইডে রোডের পশ্চিম সাইড দিয়ে গিয়ে সেখানে অবস্থান নেয়। এতে তিনি নিজেও রাস্তা পারাপারে কয়েকবার দূর্ঘটনা ঘটার মত অবস্থার সম্মুখীন হয়েছেন।
স্থানীয় যুবলীগ নেতা আব্দুস সাত্তার অভিযোগ করেন, এখানে কয়েক মেসে থাকা কিছু ছেলে / টুকাই প্রতিনিয়ত চাঁদা তুলছে এবং নেশা বিক্রি করছে। তিনি প্রসাশন সহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
Helpline - +88 01719305766