মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভর্তি চোরাই বাঁশসহ আটক ৩
প্রকাশিত:সোমবার, ১১ সেপ্টে ২০২৩ ০৭:০৯
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল ভানুগাছ ১০ নং মোড়ে লাউয়াছড়া বাগান হতে এক পিকআপ ভর্তি চোরাই বাঁশসহ তিনজন আসামী ও দুটি ব্যাটারি চালিত অটোরিকশা র্যাবের একটি অভিযানিক টিম আটক করে।
আটককৃতরা বাগমারা গ্রামের রূপালী, শাহাবুদ্দিন ও করিম মিয়া।
র্যাব ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়া বলেন, লাউয়াছড়া বাগান বাংলাদেশের দ্বিতীয় অক্সিজেন ফ্যাক্টরি হিসাবে পরিচিত এই অক্সিজেন ফ্যাক্টরিকে বনদস্যুরা ধ্বংস করে দিচ্ছে, যাহার ফলে বাগান উজারের পাশাপাশি বনে বসবাসরত বিভিন্ন প্রজাতির জীবজন্তু পশুপাখি বিলুপ্ত হওয়ার পথে তাই তাদের বিরুদ্ধে আমরা সর্বত্র সজাগ থাকবো। এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখবো।