পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড পেলেন সিলেটের দেশ যুব সংগঠনের সভাপতি মো: কামাল

প্রকাশিত:সোমবার, ১১ সেপ্টে ২০২৩ ০৯:০৯

পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড পেলেন সিলেটের দেশ যুব সংগঠনের সভাপতি মো: কামাল

সুরমাভিউ:-  সিলেটের মাটি ও মানুষের প্রিয় সংগঠন দেশ যুব সংগঠন সিলেট শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেটের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ হলরুমে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। ডক্টর তাহমিনা ইসলামের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন দেশ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল, কার্য্যনির্বাহী সদস্য ফিরোজ কবির, হেলাল আহমেদ।

দেশ যুব সংগঠন এক যুগ ধরে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। জলবায়ু সুবিচারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন এবং প্রতিবাদ মূলক আন্দোলন করে। দেশ যুব সংগঠন সরকারি সেবাতে সুপেয় পানি ভিন্ন পদ্ধতিতে শিশুদের অনলাইনস গেম আসক্তি থেকে মুক্ত করে খেলার মাঠে অবস্থান করানো। বৃক্ষরোপণ, যৌতুক, বাল্য বিবাহ মাদক, নারীর প্রতি সহিংসতা, শিশু শ্রম, ইত্যাদি বিষয়ের ওপর প্রতি মাসেএ কটি করে কমিউনিটি মানুষকে সচেতন করা ইত্যাদি কাজ অব্যাহত রাখছে।

দেশ যুব সংগঠন সভাপতি মো: কামাল জানান পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড তাদের কার্যক্রম আরো সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ