সিলেট জেলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের কর্মী সম্মেলন সম্পন্ন
প্রকাশিত:রবিবার, ১০ সেপ্টে ২০২৩ ০৮:০৯
আবু তালহা তোফায়েল:- আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
১০ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১১টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে, সিলেট আঞ্জুমানের আমীর শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নূর আহমদ কাসেমী ও মুইনুল ইসলামের যৌথ পরিচালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণী) বলেন, আমাদের ৬টি কর্মসূচী বাস্তবায়নে এই জেলাভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা। আমাদের ৬ কর্মসূচি বাংলার প্রতিটি ঘরে ঘরে বাস্তবায়ন হলে সোনার বাংলায় রূপান্তরিত হবে।
তিনি বলেন, আমরা বিশেষ করে সাবাহি মক্তবের উপর গুরুত্ব বাড়াতে হবে। সকালের মক্তবের উপর যেভাবে গাফলতি হচ্ছে, তাতে ভবিষ্যতে ঈমান হারা হবে আমাদের সন্তানেরা। তাই আমরা নতুনভাবে সাবাহি মক্তবের গুরুত্ব বাড়াতে গিয়ে শায়খে বর্ণভী মক্তব শিক্ষা বোর্ড করে মসজিদে মসজিদে এর তদারকি বাড়াতে পারি। এগুলো আমাদের প্রধান টার্গেট। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে শিশুদের মক্তব বিমুখ করছে, তাতে আমরা আরও তৎপরতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, শেখবাড়ি জামেয়ায় আগামী ২৩ নভেম্বর আঞ্জুমানের কেন্দ্রীয় সভা। এতে সকলের উপস্থিতি বিশেষ করে সিলেট পার্শ্ববর্তী হিসেবে এর উপস্থিতির হার বাড়াতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন এহসানুল মাহবুব হাম্মাদ এবং স্বাগত বক্তব্য রাখেন সিলেট আঞ্জুমানের নাজিম নাজমুদ্দিন কাসেমী৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা সাদ আমীন বর্ণভী, মাওলানা শিব্বি আহমদ, শায়খুল হাদীস আহমদ আলী চিল্লা, মাওলানা হিলাল আহমদ, আব্দুল মতিন, আব্দুর রহমান শাহজাহান প্রমুখ।