মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা প্রদান
প্রকাশিত:রবিবার, ১০ সেপ্টে ২০২৩ ০৮:০৯
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী হওয়াতে তাকে উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাব, উপজেলা রাজস্ব প্রশাসন, দুর্বার উন্নয়ন সহায়ক সংস্থাসহ বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।
এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসারের কাজের প্রশংসা করেন এবং আশা করেন উপজেলা নির্বাহী অফিসার তার পরবর্তী কর্মস্থলে সাফল্য লাভ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিন তার বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলায় কর্মকালীন সময়ে নানাভাবে সহযোগিতার জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
তিনি তার বক্তব্যে মৌলভীবাজার সদর-রাজনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য নেছার আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেনসহ সকল জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক ও সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আশা করে বলেন যে, আগামীদিনেও এ উপজেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি সকলের নিকট দোয়া প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।