২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:রবিবার, ১০ সেপ্টে ২০২৩ ১১:০৯
সুরমাভিউ:- সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, ভূমি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সরকার রাজস্ব লাভ করে। জনগণ জরুরী প্রয়োজনে তার প্রিয় ভূমি বিক্রি করেন। জমি ক্রয়-বিক্রয়ের সময় দলিল লেখকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দলিল লেখকদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। এ বিশ্বাস যেন কোন ভাবেই কুলশিত না হয়। ভূমি বিক্রির সময় দলিল লেখা সময় ভুলে কম-বেশি না হয় এ ব্যাপারে দলিল লেখকগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্রয়-বিক্রয়ের সময়ে দলিল লেখকদের ভুলের কারণে অতীতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি আশাবাদী দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির সদস্যদের দ্বারা জনগণ উপকৃত হবেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা সাবরেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ দলিল লেখক সমিতি, দক্ষিণ সুরমা, সিলেট এর নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক স্বপন গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সহকারি কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, বিশ্বনাথ উপজেলার সাব-রেজিস্ট্রার মেসবাহ উদ্দীন আহমদ, ঢাকা দক্ষিণের সাব-রেজিস্ট্রার মোঃ মিল্লাত হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার সজল কুমার ধর, আব্দুল বাছিত, আব্দুল গফফার ও চম্পা পাল দে, দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মুক্তাদীর আলী, সিলেট সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন তালুকদার, প্রচার সম্পাদক সায়েক আহমদ, কোষাধ্যক্ষ জাফর হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল ইমাম রাজু, সাবেক কোষাধ্যক্ষ সাজ্জাদুর রহমান, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য বিলাল উদ্দিন, হোসেন মিয়া, সঞ্জয় কান্তি নাথ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সদস্য জাহেদ হোসেন।
দক্ষিণ সুরমা দলিল লেখক সমিতির নব-গঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান দক্ষিণ সুরমা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ সাজ্জাদ হোসেন।
Helpline - +88 01719305766