২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:শনিবার, ০৯ সেপ্টে ২০২৩ ০৯:০৯
সুরমাভিউ:- সিলেট সদর উপজেলার সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে ৪টায় দশগ্রাম বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া, সাবেক মেম্বার বশির উদ্দিন, সমাজসেবী সুলতান খাঁন, সাবেক মেম্বার মুক্তার আলী, মাস্টার আজাদ মিয়া, মাওলানা আব্দুল মুমিন, আব্দুল বাছিত, সাংবাদিক ওলিউর রহমান, প্রভাষক সেলিম আহমদ, মাস্টার নিজাম উদ্দিন, আব্দুল মতিন, রাকিবুল হাসান, আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতা করেন দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সাইম মোস্তফা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানন ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766