জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি পদপ্রার্থী গোলাপ মিয়া’র মতবিনিময় সভা

প্রকাশিত:শনিবার, ০৯ সেপ্টে ২০২৩ ১০:০৯

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি পদপ্রার্থী গোলাপ মিয়া’র মতবিনিময় সভা

জৈন্তাপুর প্রতিনিধি:-  জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিলেট ৪ আসনে এমপি পদপ্রার্থী গোলাপ মিয়া।

শনিবার (৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য গোলাপ মিয়া বলেন সিলেট চার আসনের সামগ্রিক উন্নয়নে ও অবহেলিত জনপদের জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই।জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছি মানুষের কল্যাণে পাশে রয়েছি। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন, আশা করি আপনারা মিডিয়াতে সত্য তোলে ধরে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আমি আশাবাদী আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমার প্রতি থাকবে।

এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ আলী, আবুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, সহ সভাপতি রাশেল মাহফুজ, সদস্য জাহিদুল ইসলাম, ইউসুফুর রহমান, বিলালুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ