উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: রনজিত সরকার

প্রকাশিত:শুক্রবার, ০৮ সেপ্টে ২০২৩ ০৯:০৯

উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: রনজিত সরকার

সুরমাভিউ:-  সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ ০১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের সুফল পেতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ টিকে আছে। তাই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ফল ভোগ করতে হবে। তা না হলে জামায়াত-বিএনপি আবারও নৈরাজ্য শুরু করে দেশটাকে ধ্বংস করে দিবে।’

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রনজিত সরকার বলেন, ‘গণতন্ত্র ও নির্বাচনের নামে বিভিন্ন ধোঁয়া তুলে ষড়যন্ত্র-চক্রন্ত শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের উন্নয়ন ও অগ্রাত্রাকেও ব্যহত করতে চায়। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার সদর বাজারে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় সরকারের উন্নয়নমূলক কার্মকাণ্ডের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণাকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা আনোয়ার হোসেন, সদস্য আজিজুল হক, আওয়ামীলীগ নেতা, আনোয়ার হোসেন, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রুমন মিয়া, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ