ডিস্ট্রিক এ্যাডভোকেসী ওয়াকিং গ্রুপ ফরমেশন নিয়ে ওর্য়াকশপ অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৫ সেপ্টে ২০২৩ ০৮:০৯

ডিস্ট্রিক এ্যাডভোকেসী ওয়াকিং গ্রুপ ফরমেশন নিয়ে ওর্য়াকশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:-  ডিস্ট্রিক এ্যাডভোকেসী ওয়াকিং গ্রুপ ফরমেশন নিয়ে ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দপুরে স্থানীয় রেস্টুন্ডে মেরী স্টোপস বাংলাদেশ ওসুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজনে এম আর প্যাক’র উপর ডিস্ট্রিক এ্যাডভোকেসী ওয়াকিং গ্রুপ ফরমেশন নিয়ে ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ পরিবার পরিকল্পনাকার্যালয়ে উপ-পরিচালক বিকাশ কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা সমাজ সেবা’র উপ-পরিচালক সু্চিএা সেন,

পরিবার পরিকল্পনাকার্যালয়ে সহকারী পরিচালক ননী ভুশন তালুকদার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী, পৌর কাউন্সিলর সামীনা চৌধুরী মনি, মেরী স্টোপস’র কমকর্তা মনজুন নাহার প্রমুখ।

বক্তারা বলেন, গবর্পাত বিষয়ে যারা সেবা নেন তিনি গোপন রাখছেন, আসলে কোন কিছু গোপন রাখা যাবে না।সচেতনা বৃদ্ধি করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ