২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৩ সেপ্টে ২০২৩ ০৭:০৯
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে সাজাসহ ও পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২সেপ্টেম্বর) রাতে সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পিপিএম এর দিক নির্দেশনায় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উদয়পুর গ্রামের সমছু মিয়ার পুত্র মো. সাইদ মিয়া (৩০), তালুকজগৎ গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মো. ছাদ উদ্দিন(৪২), বিশ্বনাথ পৌর শহরের চান্দশীরকাপন গ্রামের খলিলুর রহমানের পুত্র মো. আনহার মিয়া, কোনারাই গ্রামের ওয়াব উল্লার পুত্র মো. রিপন মিয়া, আমতৈল গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. ইসমাইল আলী(৩৮), রায়কেলী গ্রামের ফিরোজ আলীর পুত্র নুর মিয়া(৪৮), দশঘর গ্রামের আব্দুল গনির পুত্র মো. আব্দুস সালাম।
আজ রবিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই জয়ন্ত সরকার।
এবিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766