কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

প্রকাশিত:শনিবার, ০২ সেপ্টে ২০২৩ ১১:০৯

কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

 

থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্মা এক প্রেস নোটে জানান কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ ও নিয়মিত মামলার ৩জন সহ মোট ১৩জনকে গ্রেফতার করা হয়।

 

গোপন সংবাদের বিত্তিতে শুক্রবার রাতভর থানার এসআই পিযুষ চন্দ্র সিংহ, দেবাশীষ শর্মা, রাম চন্দ্র দেব ও মোড়ল মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার সোনারতনপুঞ্জি গ্রামের বশির উদ্দিনের পুত্র শাকিব আহমদ, বাউরভাগ ৩য় খন্ড গ্রামের সুরুজ আলীর পুত্র আনিছুল হক, মৃত তয়াছির আলীর পুত্র নছির উদ্দিন, আনিছুল হকের স্ত্রী তাহেরা বিবি, মাদারপুর গ্রামের সাহনুর আলীর স্ত্রী রোশনা বেগম, পুত্র বিলাল আহমদ, বড়খেওড় গ্রামের শামছুল হকের পুত্র শাহার উদ্দিন, শাহার উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম, পুত্র আনোয়ার হোসেন ও মৃত রফিকুল হকের পুত্র আকমল হোসেনকে গ্রেফতার করা হয়।

 

পৃথক আরেক অভিযানে থানার এসআই মাসুম আলম নিয়মিত মামলায় আরো ৩জনকে গ্রেফতার করেন। এরা হলেন পৌরসভার মহেষপুর গ্রামের আলাউর রহমানের পুত্র পারবেজ আহমদ, নন্দিরাই গ্রামে ভাড়াটিয়া শমসের আলমের পুত্র কামরুল বাশার ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজলার বরইউরি গ্রামের মৃত খোকন আলীর পুত্র সিদ্দিকুর রহমান।

 

নিয়মিত মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে পারবেজ আহমদ ও কামরুল বাশার পৌরসভার মহেষপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুস ছালামের বিল্ডিং থেকে রড চুরি করে ভাঙ্গারী সিদ্দিকুর রহমানের কাছে বিক্রির অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন অপরাধ দমন, আসামী গ্রেফতার, ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ