১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০১ সেপ্টে ২০২৩ ০৮:০৯
সুরমাভিউ:- ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট জেলার সাধারণ সম্পাদক, সিলেট জেলার এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, গণতন্ত্রের আপোষহীন সৈনিক, নিঃস্বার্থ দেশপ্রেমিক, বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানী ছিলেন নিখাদ দেশপ্রেমিক ও আজীবন গণতন্ত্রী। জীবনের প্রতিটি মুহূর্ত বিলিয়ে দিয়েছেন দেশ ও জাতির জন্য। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বঙ্গবীর ওসমানীর নেতৃত্বে ৯ মাসের মাধ্যমে বাঙালী জাতি পেয়েছে একটি স্বাধীন বাংলাদেশ। বঙ্গবীর ওসমানী স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমরনায়ক ছিলেন।
তিনি শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী হলে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার নেতা এম আসাদুজ্জামান, বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান, বাংলাধেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব ডা. এমএ রকিব, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন খন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন, যাদু শিল্পী বেলাল উদ্দিন, শফিকুর রহমান শফিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন, মো. আনোয়ার হোসেন, মির্জা রেজওয়ান বেগ।
বক্তব্য রাখেন, আলহাজ্ব তারা মিয়া তালুকদার, জাহানারা বেগম, শিরিন আক্তার চৌধুরী, মো. ইউসুফ সেলু, খালেদ মিয়া, আখলাক হোসেন, সাহেদা আক্তার, গীতিকার আবুল কাসেম, তুহিন চৌধুরী, আখলাক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766