জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১৯ আগ ২০২৩ ০৭:০৮

জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সম্পন্ন

সুরমাভিউ:-  জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর মির্জাজাঙ্গাল শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত থাকেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি প্রকৌশলী পি কে চৌধুরী।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে ও এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, পুজা পরিষদ সিলেটের সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, পুরোহিত ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ