জালালপুরে হযরত ওমর ফারুক একাডেমিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ আগ ২০২৩ ০৯:০৮
সুরমাভিউ:- দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে হযরত ওমর ফারুক আলিম মাদরাসায় ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া, দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ১৬ আগস্ট বুধবার মাদসায় অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামী সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরী।
ভাইস প্রিন্সিপাল হাফিজ খালেদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুর রহমান মাসুম, নাজমুল ইসলাম রিয়াজ, কামরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, শিক্ষা মানুষকে বিকশিত করে। তেমনি শিক্ষা মানুষের অস্তিত্বকে জাগিয়ে তোলে। নৈতিক শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভালো মানুষ নিজেকে গড়ে তোলতে হবে। আর নৈতিকতা এই শিক্ষাকে উঁচু স্তরে নিয়ে যায়। সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে। শিক্ষার্থীদের দক্ষ, মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য হযরত ওমর ফারুক আলিম মাদরাসা কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে এবং নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি