মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশিত:বুধবার, ১৬ আগ ২০২৩ ১০:০৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত নারীর (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ভানুগাছ-শমশেরনগর রেলস্টেশনের বড়গাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জানান, এক নারী ট্রেনের লাইনের পাশ দিকে হাঁটছিলেন। তখন চালকও ট্রেনের হুইসেল বাজাচ্ছিলেন। তবুও তিনি ট্রেন লাইনের পাশ থেকে সরে যাননি। একপর্যায়ে ওই নারী ট্রেনের আসার সঙ্গে সঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। পরে ঘটনাটি ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ