বিশ্বনাথে চোরাইকৃত গ্যাস সিলিন্ডার -চুলাসহ আটক ২, পুলিশের মামলা

প্রকাশিত:বুধবার, ১৬ আগ ২০২৩ ১১:০৮

বিশ্বনাথে চোরাইকৃত গ্যাস সিলিন্ডার -চুলাসহ আটক ২, পুলিশের মামলা

বিশ্বনাথ প্রতিনিধি:-  সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে পৌর শহরের পুরাণ বাজার এলাকার ‘বিশ্বনাথ-রশিদপুর সড়ক’র বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে চেরাইকৃত গ্যাস সিলিন্ডর-চুলাসহ দুই চোরকে আটক করেছে থানা পুলিশ।

এসময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ ১১-০৯১৭) পুলিশ জব্দ করে। এঘটনায় আটককৃত দু’জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানার এএসআই রহিদুল ইসলাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ০৯ (তাং ১৫.০৮.২৩ইং)।

মামলার অভিযুক্তরা হল- বিশ্বনাথের ধুপাখলা গ্রামের শফিক মিয়ার পুত্র জুনেদ মিয়া (২১) ও আলাপুর গ্রামের মৃত মখন মিয়ার পুত্র সুজেল আহমদ (২১)।

চোরাইকৃত গ্যাস সিলিন্ডার-চুলাসহ দু’জনকে আটক ও তাদের বিরুদ্ধে থানা পুলিশের মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ