বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকীতে বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ’র শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ আগ ২০২৩ ১১:০৮

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকীতে বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ’র শ্রদ্ধা নিবেদন

সুরমাভিউ:-  জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম এ হান্নান, বাঁধন সাহিত্য দর্পণ পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা সদস্য ও সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য এনাম উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য এডভোকেট কানাই লাল দাস, এডভোকেট মামুন রশীদ, কাজী সৈয়দ মোজাম্মীল উদ্দিন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সুহাগ বিশ্বাস, সহ-সভাপতি সাংবাদিক এমদাদুল হক চৌধুরী জিয়া, শিক্ষানবিশ আইনজীবী নাজিম উদ্দিন, সদস্য ছড়াকার সালমা বেগম, সংবাদকর্মী শারমিন আক্তার, কবি রুনা খান, কবি জাকির হোসেন, জাবেদ হোসেন, নাছিমা বেগম, আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ