২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১৪ আগ ২০২৩ ০৭:০৮
ছাতক প্রতিনিধি:- ছাতকে উত্তর খুরমা ইউপির আলমপুর গ্রামের প্রবাসীর উদ্দ্যোগে আলমপুরগ্রামে একটি ইসলাসী শিক্ষা প্রতিষ্টান নির্মাণ করার উদ্দ্যোগ গ্রহন করেছেন।
এ উপলক্ষে এলাকাবাসীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
হযরত মৌলভী সৈয়দ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ শাহজাহানের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বাউসা ফুরকানিয়া ইসলামিয়া আলিম মাদ্রার প্রিন্সিপাল হযরত মাওলানা আজিজ আহমদ, আবু আইউব আনছারী, সুলেমান আহমদ সেলিম, হাফিজ মাসুক আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা মখদুছ আলী, ইউপি সদস্য সাজন আহমদ, সাবেক ইউপি সদস্য আরশ আলী, ফজল করিম আসকর আলী, বশির আহমদ, আব্দুল মছব্বির, সোনাফর আলী, আনছার আলী, তখদ্দছু আলী, সমরুজ আলী, জহির আলী, সালাম আহমদ, মনহর আলী, সমছুল ইসলাম, আফতাব আলী, আবদুর নুর, আঙ্গুর আলী, আইন উদ্দিন কামাল আহমদ, মাওলানা মুক্তার, আলী হাফিজ বশর, হাফিজ খয়ের, সেলিম আহমদ, শামীম আহমদ, আলী আহমদ, সাইফুল আলম, নুর আলী, ইমান আলী, ইসলাম উদ্দিন, আব্দুল কাহার ফকির, সিরাজুল,লিলু মিয়া, মুজিব প্রমুখ।
এলাকাবাসীর সর্বস্তরের মানুষের উপস্থিতে উন্মুক্ত আলাপ আলোচনার মাধমে নতুন একটি ইসলামীয়া শিক্ষা প্রতিষ্টান স্থাপন করতে সিদ্ধান্ত নেয়া হয। এ প্রতিষ্টানের জায়গা ও মাটি ভরাট শিক্ষা নতৃন ভবন নিমান করার টাকা পয়সা দেবেন প্রবাসী আব্দুল আউয়াল।
বক্তারা বলেন, মাদ্রাসার গুরুত্বপূর্ণ এজন্যই কোরআন হাদিস ও আল্লাহর হুকুম হকাম যা কিছু আছে এই মাদ্রাসা থেকেই তা শিক্ষা নেওয়া হবে।
একমাত্র মাদ্রাসার মাধ্যমে ইসলামিক সঠিক শিক্ষা প্রতিষ্ঠান সম্ভব। যারা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ তা’আলা তাদের এই সহি নিয়ত হিসেবে বরকত দেবে।
অত্যাধুনিক একটি মাদ্রাসা নির্মাণ হচ্ছে এটা একটি ভালো কাজ। পৃথিবীতে ভালো কাজ গুলোর প্রতিদান আখেরাতে পাওয়া যাবে। শিশু বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে তাদেরকে ভালোবাসা দিয়ে শিক্ষা গ্রহণ করতে সহযোগিতা করতে হবে।
আধুনিক ইসলামি একটি -মাদ্রাসাটি নিজস্ব অর্থায়নে প্রবাসী আব্দুল আউয়াল উদ্যোগে নির্মাণ হচ্ছে। অনুষ্ঠানে উদ্দোক্তা আধুনিক নির্মিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবাসী আব্দুল আউয়াল বক্তব্যে সকলের সব বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766