জাতীয় শোক দিবস উপলক্ষে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ১৪ আগ ২০২৩ ০৬:০৮

জাতীয় শোক দিবস উপলক্ষে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সুরমাভিউ:-  জাতির পিতার ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব ইসলাম ইউনিয়নে আশা দয়ার বাজার ব্রাঞ্চ ও স্বাস্থ্যসেবা কেন্দ্র এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আশা দয়ার বাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র সিলেট (সদর) জেলা সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এম জি রায়হান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলাম পুর ইউনিয়ন পরিষদের সদস্য আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য জরিনা বেগম, বাংলাদেশ কৃষি ব্যাংক দয়ার বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির উদ্দিন এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ ইয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন আশা শোকাবহ দিনকে সামনে রেখে যে মহতি উদ্যোগ গ্রহন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এতে দারিদ্র ও মধ্যবিত্ত সকল পরিবারের সদস্যরা ফ্রি সেবা পাবেন। আশা বিশ্বের ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান তার পাশাপাশি মানবতার কল্যানে আশা দয়ার বাজার ব্রাঞ্চের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে নিয়মিত যে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তা এ এলাকার মানুষ সব সময় স্মরন রাখবে।

আশা কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএম এস এম ফরিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা সিলেট ডিভিশন শিক্ষা অফিসার হাবিবুর রহমান (মাহবুব), আশা দয়ার বাজার ব্রাঞ্চ ম্যানেজার এ বি এম পায়েল, আশা দয়ার বাজার ব্রাঞ্চের সিনিয়র এবিএম মনোরঞ্জন বৈষ্ণব, আশা দয়ার বাজার ব্রাঞ্চের ডাক্তার মোঃ আরিফুল ইসলাম, আশা দয়ার বাজার ব্রাঞ্চ শিক্ষা সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ