২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ১১ আগ ২০২৩ ০৬:০৮
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে ৪২ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মখলিছুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্ম্মা এক প্রেস নোটে জানান বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় থানার এসআই সোহেল মাহমুদ, দেবাশীষ শর্ম্মা ও মাসুম আলম সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামস্থ সুরইঘাটগামী রাস্তায় উৎপেতে ছিলেন। এ সময় বিপরীতগামী ব্যাটারী চালিত অট্রোরিক্সা (টমটম) যোগে গ্রেফতারকৃত মখলিছুর রহমান ও একই গ্রামের নজির আহমদের পুত্র মাদক ব্যবসায়ী সোহেল আহমদ ৪২ বোতল ভারতীয় অফিসার চয়ের্স মদ নিয়ে আসছিলেন। পথেমধ্যে পুলিশের উপস্থিতির টের পেয়ে মখলিছ ও সোহেল অট্রোরিক্সা থেকে রাস্তার পাশে বিষ্ণুপুর গ্রামের আলাউর রহমানের পুকুরে ঝাপঁ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মখলিছুর রহমানকে গ্রেফতারে সক্ষম হলেও সোহেল পালিয়ে যায়। পরে মখলিছের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের অট্রোরিক্সা (টমটম) হতে ৪২ বোতল ভারতীয় অফিসার চর্য়েস মদ সহ রিক্সাটি থানায় নিয়ে আসেন। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন কানাইঘাটে মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য ওসি গোলাম দস্তগীর কানাইঘাট থানায় যোগদানের পর থেকে কানাইঘাটে একের পর এক মাদক সহ উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হচ্ছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766