২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ আগ ২০২৩ ০৯:০৮
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বুধবার ৯ আগষ্ট “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিবাভক সমাবেশ ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজনগর উপজেলার একাডেমিক সুপার ভাইজার নিলয় রঞ্জন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু,বৌদ্ধ,ক্রিষ্টান ঐক্য পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফতেপুর ইউনিয়নের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাস, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও মোকামবাজার সৈয়দ আঃ বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শাহাদত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও সোনার বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী মিছির আলী, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, ইব্রাহীম আলী মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের মেম্বার শেখ মুয়াজ্জিন হোসেন, ভেড়িগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানা, সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, হাজী আমির আলী মেম্বার, ফখরুল ইসলাম মাষ্টার, আব্দুর রকিব সুমন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর জাতীয় সংগীত পরিবেশনা করেন বিদ্যালয়ের একদল ছাত্র/ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাশের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে ১৫ ই আগষ্টের তাৎপর্য তুলে ধরে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ৫ জন ছাত্র/ছাত্রী বক্তব্য রাখেন।
পরে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র/ছাত্রীদের রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাকিম রাজ, কমিটির সদস্য মিছির আলী ও বাবুল মিয়া।পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত ৮ জন ছাত্র/ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়াসহ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২ জন ছাত্রকে ১ হাজার টাকা করে হাতে তুলে দিয়ে কমিটির পক্ষ থেকে তাদের ভালো ফলাফলের আলাদা মুল্যায়ন করা হয়। সমাপনী বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাকিম রাজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766