বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী গোলাপগঞ্জে অসচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত:মঙ্গলবার, ০৮ আগ ২০২৩ ১০:০৮

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে অসহায় অসচ্ছ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, অর্থসহায়তা প্রদান, আলোচনা সভা ও আইজিএ প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৮আগষ্ট) উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান।

দিপালী রাণী দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনছুর আহমদ, ছদরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ শফিকুর রহমান, আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাও. আব্দুল মতিন ও চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।

এ সংক্রান্ত আরও সংবাদ