শফিক চৌধুরীকে আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিনন্দন

প্রকাশিত:সোমবার, ০৭ আগ ২০২৩ ১০:০৮

শফিক চৌধুরীকে আনোয়ারুজ্জামান চৌধুরীর অভিনন্দন

সুরমাভিউ:-  সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় আনোয়ারুজ্জামান চৌধুরী ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভা থেকে দলের ভারপ্রাপ্ত নেতাদের পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ আগস্ট) গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করার ইচ্ছা প্রকাশ করলে আওয়ামী লীগ সভাপতি সবার জন্য এ ঘোষণা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ