সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত:সোমবার, ০৭ আগ ২০২৩ ০৭:০৮

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগষ্ট) দুপুর থেকে শুরু হওয়া সাধারণ সভায় সভাপতি আবুল হোসেন খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদিক আহমদ জয়নুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা কমিটির সভাপতি জাকারিয়া আহমেদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রমিক – সংগটক হুমায়ুন আহমেদ মাসুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তোফায়েল আহমেদ সেফুল,খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারা মিয়া মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাধারণ সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত সাধারণ সভায় আম্বরখানা- সালুটিকর -বিমানবন্দর -সাহেব বাজার- হাদারপার ও কোম্পানিগঞ্জ লাইনের উপ পরিষদের একটি সুশৃঙ্খল নতুন কমিটি এবং শ্রমিকদের প্রাপ্য হিসাব এবং বিভিন্ন দাবিদাওয়া পূরনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রমিক-সংগঠক হুমায়ুন আহমেদ মাসুক কে প্রধান আহবায়ক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ