মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রকাশিত:রবিবার, ০৬ আগ ২০২৩ ০৯:০৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় রবিবার (০৬ আগস্ট ) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারে অবস্থিত অসিত স্টোরকে ১০ হাজার টাকা, প্রভাতী ফার্মেসীকে ৫ হাজার টাকা, রাধাকৃষ্ণ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ