মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত:সোমবার, ৩১ জুলা ২০২৩ ০৭:০৭
নিজস্ব প্রতিবেদক:- গণ গ্রেফতার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে সোমবার বিকালে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জনসমাবেশ উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আবদুল মুকিত, সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাস, কৃষকদলের সদস্য সচিব মোনাঈম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও কাউন্সিলার আনিসুজ্জামান বায়েছসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসমাবেশে অংশ নেন।