১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৯ জুলা ২০২৩ ১১:০৭
সুরমাভিউ:- আজ ঢাকার প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচীর অংশ হিসাবে শনির আখড়া মাতুয়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অবস্থান নেন সিলেটি বিএনপি নেতারা। দেখা যায় আজ শনিবার ১১ টার পর থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি নেতা কর্মীরা।
এসময় কিছু দুরে অবস্থান নিতে দেখা যায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। এক পর্যায়ে পুলিশ অবস্থান থেকে বিএনপি নেতা কর্মীদের সরিয়ে দিতে চাইলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
এসময় মাতুয়াইল স্পীড বার্ড সিএনজি এন্ড ফিলিং স্টেশনে অবস্থান নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ ছিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক মাহমুদুল হাসান কোখন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, চট্রগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির স্থানীয় ৬১ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুন্নবী পাশা সহ বেশ কয়জন নেতাকর্মী।
পুলিশের গুলিতে এসময় আহত হন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766