শান্তি সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত:শুক্রবার, ২৮ জুলা ২০২৩ ০৯:০৭

রাজধানীতে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন আয়োজিত শান্তি সমাবেশ শেষে ফেরার পথে গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন আরও চারজন। তারা হলেন- মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।