সুনামগঞ্জে দ্রুত গতিতে নৌ-যান চলাচল বাল্কহেড সহ আটক ৪

প্রকাশিত:বুধবার, ২৬ জুলা ২০২৩ ১১:০৭

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জ টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে দ্রুত গতিতে নৌ-যান চলাচলের অপরাধে ২ টি বাল্কহেড জব্ধ সহ তিনজন কে আটক করা হয়।

নৌ-পুলিশ জানায় নৌ পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীনের দিক নির্দেশনায় টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির আই সি সোহাগ রানার নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সুরমানদী থেকে এদের আটক করা হয়।

আটক কৃতরা চাঁদপুর জেলার মতলব থানার দশআনি গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিক,রমীদ আলীর ছেলে সুমন, ভোলা জেলার ভোলা থানার চর বেজুরিয়া গ্রামের মৃত মনিরুল মাঝির ছেলে সালাউদ্দিন,চন্দ্রপ্রসাদ গ্রামের মনির গাজীর ছেলে সোহাগ গাজী।

আটক নিশ্চিত করে টুকের বাজার আই সি সোহাগ রানা জানান আটক কৃতদের বিরোদ্ধে যথাযথ  আইনগত ব্যবস্হা নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ