মৌলভীবাজারের কুলাউড়ায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার, ২৫ জুলা ২০২৩ ০৭:০৭

নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পৌরসভাস্থ দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বিল্ডিংয়ের পিছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। পরে বিল্ডিংয়ের পিছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ওই বাথরুমে ছিলো। অজ্ঞাত ওই নারীর লাশ ফুলে গিয়ে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। মরদেহটি পচন ধরেছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ  বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ