১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৪ জুলা ২০২৩ ০৩:০৭
সুরমাভিউ:- সিলেট সিটি করপোরেশন নির্বাচনকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় সিসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন আফতাব। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর আদলতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখ্ত।
আদালত সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খাঁনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে এতোদিন জামিনে ছিলেন আফতাব।
সাবেক কাউন্সিলর আফতাব হোসেন ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন। তবে প্রদর্শিত সেই অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766