সুনামগঞ্জ সদর উপজেলায় ১৭ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করলেন পীর মিসবাহ্ এমপি

প্রকাশিত:শনিবার, ২২ জুলা ২০২৩ ০৭:০৭

স্টাফ রিপোর্টার:-  শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরে ৭কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর বাস্তবায়নে সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ তলা ভবন নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্থর স্থাপন করেন,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ (এমপি)।

পরে ৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও ৩ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পৌর শহরের ষোলঘরে দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

বিকালে কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ীতে অবস্থিত আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভবণ নির্মাণ কাজের শুভ ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। ৪ তলা এই ভবন নির্মাণে ব্যয় হবে ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।

এ সময় অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ (এমপি) বলেন,সন্তানেরা শিক্ষিত হলেই আমরা প্রকৃত পক্ষে আলোকিত হব।আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ ও চেষ্টা অব্যাহত রাখবেন। সন্তানেরা শিক্ষিত হলেই প্রকৃতপক্ষে আপনার ঘর আলোকিত হবে দেশ এগিয়ে যাবে।শিক্ষা অবকাঠামো আধুনিকায়ন করেছি।সবচেয়ে বেশি শিক্ষা অবকাঠামোর উন্নয়ন আমিই করেছি।সেটি করতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের ভালবাসা ও সহযোগিতায়।

এসময় স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসা গভর্ণি বডির সভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিনিয়র আইনজীবি মোঃ আফতাব উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, কুরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর সহকারী প্রকৌশলী পারভেজ ইষেন,উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন, মিজানুর রহমান খান, দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলীনুর ,আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম,আজাদ সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ রজব আলী,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা খানম,সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য সজ্জাদুর রহমান সাজু, আওয়ামীলীগ নেতা আফজাল নুর,কুরবাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী ,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও সহ সভাপতি ইমরান আহমদ সহ প্রতিষ্ঠানগুলোর কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলী।

এ সংক্রান্ত আরও সংবাদ