মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সহ:সাধারণ সম্পাদক রুহেলকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত:শনিবার, ২২ জুলা ২০২৩ ০৯:০৭

নিজস্ব প্রতিবেদক:-  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মৌলভীবাজার জেলা শাখার সহ:সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হুসেন রুহেলের প্রবাস গমন উপলক্ষে জেলা শাখার উদ্যোগে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ২১ জুলাই শহরের শমসেরনগর রোডস্থ দিল্লি কনফারেন্স হল রুমে রাত আটটায় শতাধিক শ্রমিক সদস্যদের উপস্থিতিতে রফিকুল ইসলাম রসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নূরুল ইসলাম, সহ সভাপতি আহমদুর রহমান নান্না, ফজলুর রহমান ফজলু, এলাছ মিয়া সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফজিল মিয়া, সাংগঠনিক সামছুল হক সামছু, হাবিবুর রহমান সবির , দুলন আহমেদ, সদর উপজেলা সভাপতি কয়েছ আহমেদ,  সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক  মোঃ শাহীন মিয়া, পৌর সাধারণ সম্পাদক এরশাদ আলী, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোহাম্মদ আলী,  সিনিয়র সহসভাপতি আমজাদ আলী, সহ সভাপতি মোঃ আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই এক দফা দাবিতে চলমান আন্দোলন জোরদার করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আওয়ামী কুশাসনে দেশ আজ বিপযর্স্ত। মানুষ ভোটের অধিকার, কথা বলা অধিকার, মত প্রকাশের অধিকার হারিয়েছে। চাল, ডাল, চিনি, কাঁচামরিচ,  সার, বিদ্যুৎ, জালানী তেল সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের এখন বেঁচে থাকা দায়। দেশ ও মানুষকে বাঁচতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে শ্রমিকদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ