মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন
প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুলা ২০২৩ ০৯:০৭
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯জুলাই) দুপুরে শহীদ আইভি রহমান অডিটোরিয়ামে প্রেসক্লাব সভাপতি ছালেহ আহমদ সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগরের মাওলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল।
প্রধান আলোচক ছিলেন, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক রজত কান্তি গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা শ.ই. সরকার জবলু, সাবেক সভাপতি জিতু তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পিন্টু দেবনাথ, সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, আবুজার রহমান বাবলা, মামুনুর রশীদ চৌধুরী মসু, সফিকুর রহমান, লোকমান হোসেন, মোঃ রুহুল আলম রনিসহ আরো উপস্থিত ছিলেন, অনলাইন প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এলিসন সুঙ’সহ বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরানোর মধ্যদিয়ে বরণ করা হয়।এবং নবনির্বাচিত দু’বছর মেয়াদে অনলাইন প্রেসক্লাবের কার্যকমিটি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি। শেষাংশে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দশ বছর পদার্পণ উপলক্ষ্যে কেক কেটে পালন করা হয়।