ডেঙ্গু থেকে বাঁচাতে সুনামগঞ্জে শিশুদের মধ্যে মশারি বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২০ জুলা ২০২৩ ০৭:০৭

সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জ পৌর শহরে ডেঙ্গু থেকে শিশুদের কে সুরক্ষা দিতে ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২০ জুলাই) দুপুরে হাছননগর এলাকায় এই মশারি বিতরণ অনুষ্ঠান পালিত হয়।

মশারি বিতরণ অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার আইটি মন সলোমার’এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

বিশেষ অতিথি পৌর সভার প্যানেল মেয়র আহমদ নূর, পৌর কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম, কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের সুনামগঞ্জ এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার- স্টিপ তাপস চিসিম, এবং  স্পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, ঢাকা শহরের পাশাপাশি সারাদেশেই ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে সুনামগঞ্জেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুজ্বর। মশার কামড়েই এই ডেঙ্গুজ্বর হয় তাই মশা থেকে বাঁচার জন্য এই মশারি উপকারে আসবে। এসময় তারা বলেন বাসা বাড়িতে যেন মশা তৈরির উপাদান না থাকে সেদিকে নজর রাখতে হবে।

ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ অফিস জানায় পৌর শহরে বিতরণের জন্য ৩২শ মশারির বরাদ্দ রয়েছে আমাদের। আজ আমরা শুরু করেছি মাত্র পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিতরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ