৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৯ জুলা ২০২৩ ১১:০৭
সুরমাভিউ:- সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গিয়েছেন।তিনি বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।
সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এর আগে বুধবার সকালে তিনি সিলেট থেকে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন।
আগামী পাঁচ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
গত ৩ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766