১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৫ জুলা ২০২৩ ০৬:০৭
সুরমাভিউ:- সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট আধ্যাত্মিক নগরী। মরমী সূফিসাধকদের লীলা ভূমি। এই জনপদের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস ঐতিহ্য হাজার বছরের। তিনি নগরীতে স্মার্ট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সাংস্কৃতিক কর্মীরা মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। তাই তাদের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন জনগণ তাদের কাংখিত উন্নয়ন নিশ্চিতের জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। আমি আশাবাদী, এবার আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুখে নির্ভরতার প্রতীক হয়ে জনগণের পাশে থাকবো। সম্মিলিত প্রচেষ্টায় নগরীর উন্নয়ন করবো। তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে শিল্পীদের ভুমিকার প্রসংশা করেন।
তিনি গতকাল ( ১৪ জুলাই) শনিবার দুপুরে নগরীর শারদা স্মৃতি হলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সঙ্গীত গবেষক ও বিশিষ্ট কন্ঠ শিল্পী বিপ্রদাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্যসচিব সংগীতশিল্পী প্রতীক এন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচিত সব জনপ্রতিনিধিকে সচেতন নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় শাখার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সঙ্গীত গবেষক কন্ঠ শিল্পী ড. বিশ্বজিৎ রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা সিনিয়র সংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত প্রমুখ।
দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাবজেক্ট কমিটির সদস্য, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট সঙ্গীত গবেষক কন্ঠ শিল্পী ড.বিশ্বজিৎ রায়, উপদেষ্টা মন্ডলী এবং নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। কমিটিতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
বরেণ্য সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্নাকে সভাপতি, বিপ্রদাশ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766