গোলাপগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার আসমত আলীকে গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার, ১৪ জুলা ২০২৩ ১০:০৭

গোলাপগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার আসমত আলীকে গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জের কুখ্যাত আন্তঃজেলা ডাকাত সর্দার আসমত আলীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাত আসমত আলী উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন হাওরতলা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ভাদেশ্বরের হাওরতলা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ডাকাত আসমত এই গ্রামের  মৃত শওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আসমতকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অন্তত ৯টি ডাকাতির মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকু ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ