৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ জুলা ২০২৩ ১০:০৭
সুরমাভিউ:- গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২টি ইউনিয়নে বিদ্রোহী ৩ চেয়ারম্যান প্রার্থীকে এবং অপর আরেকটি ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করায় আরেকজনকে দল থেকে বহিষ্কার করেছে মোট (৪জনকে) সিলেট জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে দলের সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান, একই ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইমাম উদ্দিন, ৭নং দেওকলস ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম মতসিন এবং বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭/১ বিধি মোতাবেক দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য ওই ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766