ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি বন্ধ করুন: সংগ্রাম পরিষদ

প্রকাশিত:বুধবার, ১২ জুলা ২০২৩ ০৭:০৭

সুরমাভিউ:-  রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, সিলেট এর টুকেরবাজারে এক কর্মীসভা বুধবার (১২ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ টুকেরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি, জাবেদ আহমদ, সুমন মিয়া, আবদুল্লাহ পারভেজ, শামীম আহমেদ, হৃদয় আহমদ, দানাই মিয়া, আজিম উদ্দিন, আফাজ উদ্দিন, হারিছ আলী, ইউনুস মিয়া, জাবেদ মিয়া, মকবুল হোসেন, আমিন উদ্দিন প্রমূখ।

সভায় আবু জাফর, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব করে “প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের স্ষ্ঠুু ব্যবস্হাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১” এর দ্রæত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারি চালিত যানবাহনের দ্রæত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা আবু জাফর, বিআরটিএর কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মীসভায় নুরুল ইসলামকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে টুকেরবাজার আঞ্চলিক (৩৯নং ওয়ার্ড) কমিটি গঠন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ