১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ১০ জুলা ২০২৩ ১১:০৭
সুরমাভিউ:- সিলেটে এডুকেশন কেয়ারের উদ্যোগে কানাডা এডুকেশন এক্সপো সম্পন্ন হয়েছে। সোমবার (১০ জুলাই) দিনব্যাপী সিলেট নগরীর একটি অভিজাত কনফারেন্স হলে এই এক্সপো অনুষ্ঠিত হয়।
এডুকেশন কেয়ার এর প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে ও আইইএলটিএস ইন্সট্রাক্টর সাদমান সাকিব অপির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহ খুররম ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেন, সিলেটের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অনেক স্বনামধ্য প্রতিষ্ঠান সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের সততা ও নিষ্ঠার কারণে শিক্ষার্থীরা আজ বিশ্বের বুকে বাংলাদেশ সহ সিলেটের সুনাম বৃদ্ধি করছেন। এডুকেশন কেয়ার বাংলাদেশ তাদের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাফল্যের কারণে এখনও শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণে বিদেশে যেতে তাদের মাধ্যমে প্রসেসিং করছেন। আমি এডুকেশন কেয়ার বাংলাদেশের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডুকেশন কেয়ারের পরিচালক মামুনুর রহমান।
এছাড়াও এডুকেশন কেয়ার এর এডমিন, ম্যানেজার ও সিনিয়র কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সেপ্টেম্বর ২৩ ইনটেকে যারা কানাডা ও ইউএসএ স্টুডেন্ট ভিসা প্রাপ্ত হয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766