শ্রীমঙ্গল পৌরসভায় উপকার-ভোগিদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত:রবিবার, ০৯ জুলা ২০২৩ ১১:০৭

শ্রীমঙ্গল পৌরসভায় উপকার-ভোগিদের মাঝে চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উপকার-ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার (৯ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির (সাম্প্রতিক
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য মানবিক সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণ) বাস্তবায়ন কমিটির উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভায় এসব চাল বিতরণ করা হয়।
১০ কেজি করে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৫শ জন উপকারভোগী ৫ মেট্রিক টন চাল গ্রহণ করেন। চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, মো. ছাদ উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ