নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার জেলায় গত ০৩ জুন থেকে এ পর্যন্ত ছয় জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জন বর্তমানে চিকিৎসাধীন আছেন। বাকিরা সুস্থ।
জানা যায়, শনিবার জেলার শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্তের শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিনি স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তার ঢাকা বা জেলার বাইরে ভ্রমণের ইতিহাস নেই। তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ০৩ জুন থেকে এ পর্যন্ত জেলায় ছয় জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলায় নতুন করে একজন। মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন। এছাড়া কমলগঞ্জ উপজেলায় গত মাসে আরও দু’জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, মৌলভীবাজারে ডেঙ্গুবাহী এডিস মশা আছে। যে কারণে স্থানীয় ভাবে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ছয় জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। একজন সদর হাসপাতালে ও অপরজন নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। বাকি চার জন সুস্থ হয়ে বাড়িতে আছেন।
তিনি বলেন, ডেঙ্গুবাহী এডিস হলো গৃহপালিত মশা। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কোনো ভাবেই যেন দীর্ঘদিন ধরে কোনো পাত্র, ভাঙ্গা বোতল, নারিকেলের খোসা ইত্যাদিতে পানি জমে না থাকে। ঘর এবং আশপাশে কোনো পাত্রে পানি না জমে থাকলে মশা বংশবিস্তার করতে পারবে না। তাছাড়া অসুস্থবোধ করলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ জানাচ্ছি। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালসহ সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে।