বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের ফুলসাইন্দ আঞ্চলিক শাখা গঠিত

প্রকাশিত:শনিবার, ০৮ জুলা ২০২৩ ১১:০৭

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের ফুলসাইন্দ আঞ্চলিক শাখা গঠিত

সুরমাভিউ:-  বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন ফুলসাইন্দ আঞ্চলিক শাখা গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গত ৮ শনিবার বিকাল ৪টায় ফুলসাইন্দ শাপলা যুব সংঘের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

ডাঃ জয়নুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং মোঃ রেদওয়ান উদ্দীনের পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ থানা গণদাবী পরিষদের সংগ্রামী সভাপতি জনবন্ধু ডাঃ মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়ারিছ আলী খান, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ইফজাল, চৌধুরীবাজার শাখার সভাপতি মোঃ আজির উদ্দিন, গোরাপগঞ্জ থানা শাখার সহ সাধারণ মোঃ তারণ মিয়া, সম্পাদক  সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন।

বক্তব্য রাখেন মোঃ কামরুল ইসলাম খান, পাপলু দাশ, মোঃ মামুন আহমদ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আব্দুস সামাদ, মোঃ জুবের আহমদ রুহেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ জয়নুল ইসলাম খান-কে সভাপতি, নাজমুল হুসাইনকে সাধারণ সম্পাদক ও সাজু আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ফুলসাইন্দ আঞ্চলিক শাখা গঠন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, অবিলম্বে জনগুরুত্বপূর্ণ রাস্তা লজ্জনাবন্দ-ফুলসাইন্দ-কমলগঞ্জ বাজার রাস্তা মেরামত করার জন্য এল.জি.ডি নির্বাহী প্রকৌশলী সিলেটের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ