নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল – কমলগঞ্জের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলী নামক এলাকায় ঢাকা সিলেট রেল লাইনের প্রায় ২০০ গজ ভেতরে লালি (স্থানীয় ভাষায়) গাছে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহের সন্ধান পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,প্রায় ৩৫ বছরের অজ্ঞাত ঝুলন্ত মরদেহটির পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও লাল রঙ্গের গেঞ্জি পরিহিত অবস্থায় ৫ জুলাই সন্ধ্যারাতে দেখা গেছে।
প্রকৃতভাবে কখন কে এর তথ্য দিয়েছে তা এখনো জানা যায়নি।তবে ঝুলন্ত মরদেহটিতে পচন ধরার ফলে চার পাঁচ দিনের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কেউ মুখ খুলছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঝুলন্ত মরদেহটি কমলগঞ্জ নাকি শ্রীমঙ্গল উপজেলার অধীনে রয়েছে এ বিষয়ে দুই উপজেলার থানা পুলিশের মধ্যে সীমানা সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত করা যায়নি।