নবনির্বাচিত মেয়রের সাথে আশরাফুল ইসলাম’র সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত:শনিবার, ০১ জুলা ২০২৩ ০৭:০৭

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে এক আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ সৌজন্য সাক্ষাৎ করেন।

শুক্রবার (৩০ জুলাই) রাতে মেয়রের সাথে সাক্ষাৎ করেন আশরাফুল ইসলাম।

এ সময় নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে নানা প্রতিকূল ও বিভিন্ন প্রলোভন থাকার পরেও ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। আমি সবসময় এই সিলেট সিটিকে উন্নয়নের সূতিকাগার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করব। আমি চাই সকলে মিলে আমাদের এ সিটি করপোরেশন স্বচ্ছ, সুন্দর রাখবো এবং আধুনিক মানের দেখার মত একটি সিলেট সিটি করপোরেশন রুপ দিব সকলকে নিয়ে ও তাদের মতামতের ভিত্তিতে ।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ