শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী’র ইন্তেকালে মহানগর খেলাফত মজলিসের শোক প্রকাশ

প্রকাশিত:শুক্রবার, ৩০ জুন ২০২৩ ১০:০৬

সুরমাভিউ:-  সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন ধনপুরী (রহঃ) ঈদের দিন (২৯ জুন ২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ১০:৩০ টায় নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মানিকপীর কবরস্থানে লাশ দাফন করা হয়।

খেলাফত মজলিসের শোক প্রকাশঃ মরহুম মাওলানা আব্দুল মতিন ধনপুরী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার নেতৃবৃন্দ।

সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন- মরহুম আব্দুল মতিন ধনপুরী (রহঃ) একজন সমাজসচেতন আলেম ছিলেন। ইলমে ওহীর খেদমতের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। ইসলাম বিরুধী বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবিলায় সিলেটের উলামায়ে কেরামের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ রাববুল আলামীন তাঁর এই নেক বান্দার যাবতীয় নেক আমল কবুল করে জান্নাতুল ফিরদাউসের আ’লা মাকাম নসীব করুন। পরিবার ও আত্মীয স্বজন সবাই কে সবরে জামিল এখতিয়ার করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ